ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র রায় আর নেই 

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

প্রকাশিত : ২৩:১২, ৯ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার রমেশ চন্দ্র রায় (৭০) আর নেই। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে তার ৫ ছেলে এবং অসখ্য গুণাগ্রাহী রেখে যান। 

তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসা, সরাইল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইসমত আলী শোক প্রকাশ করেছেন। 

এছাড়া ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম,ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, দুই প্রেসক্লাব, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবিমল ধর অনু মাষ্টার, হিন্দু মহাজোট নেতা সুদীপ দত্ত,ছাত্র-যুব ঐক্য পরিষদ নেতা দুলাল চন্দ্র সূত্রধর শোক প্রকাশ করেন।

প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া শেষে  কালীকচ্ছ ধর্ম তীর্থ মহাশ্মশানে দাহ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি