ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে দেড়শ-তে পৌঁছল আক্রান্ত 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ১০ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ে নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪৭ জন। প্রাণ গেছে ২ জনের। 

মঙ্গলবার (৯ জুন) রাত পর্যন্ত দিনাজপুর মেডিক্যাল থেকে যে রিপোর্ট এসেছে তাতে রাণীশংকৈলে ৪, পীরগঞ্জে ১ ও হরিপুরে একজনের করোনায় শনাক্ত হয়েছে। এসব নমুনা পাঠানো হয়েছিল গত ৩ জুন। রিপোর্ট পাওয়া গেল সাতদিন পর। 

একইদিনে নতুন আরও ৫৬ জনের নমুনা দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ১৭১ জনের নমুনা পাঠানো হয়। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি