ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পাবনায় আরও ১৩ জনের করোনা শনাক্ত 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫০, ১০ জুন ২০২০

পাবনায় বেড়েই চলেছে করোনা রোগী। মঙ্গলবার (৯ জুন) আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৪ জনে। 

নতুন আক্রান্তরা হলেন, ইশ্বরদী থানার মামুনুর রশীদ (৩১), জহুরা (৬৩),  স্লিয়াওয়ান হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫০), জাহাঙ্গীর (৪১) জনি শেখ (২২) আটঘরিয়ার বাসেত (৫২), সাঁথিয়ার গোলাম মোস্তফা (৬২), পাবনা সদরের ঝড়ু (৬৩), ইয়াকুল আলী (৪০), আব্দুল আউয়াল (৩৫), সুজানগরের সাইফুল (৩৫) ও নুরুল ইসলাম (৭০)। 

গত শনিবার জেলায় একদিনে সর্বোচ্চ ৫৭ জন আক্রান্ত হন। জেলায় পুলিশ সদস্য ও ব্যাংকাররা আক্রান্ত হওয়ায় সবার মাঝে ভীতি কাজ করছে। এই ৫৭ জন আক্রান্ত হবার পর জনমনে আতঙ্ক ছড়ালেও শহরে এর কোন প্রভাব পড়েনি। লকডাউন করা হয়েছে ইসলামী ব্যাংক পাবনা শাখা। 

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, ‘মোট ১৭৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে একজনের বাড়ি নাটোরের লালপুরে। এ পর্যন্ত পাবনায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন ৮ জন।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি