ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু  

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০৫, ১০ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনার উপসর্গ নিয়ে গাজীপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতে শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালের আইলোশনে চিকিৎসাধীন অবস্থার মারা যান তিনি। 

মৃত ব্যক্তি শহরের ছায়াবীথি এলাকায় থাকতেন। এ নিয়ে জেলায় করোনায় ৫ জনের প্রাণহানি ঘটলো। 

হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, ‘আইসোলেশনে থাকা ৭১ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। জ্বর, শ্বাসকষ্ট, কাশি ছাড়াও ডায়াবেটিক ও হার্টের সমস্যায় নিয়ে গত ৮ জুন সকালে এসব সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। পরে তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি।’


এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি