চুরির অভিযোগে কিশোরকে পৈশাচিক কায়দায় নির্যাতন
প্রকাশিত : ১৫:৪৪, ১০ জুন ২০২০
তেলের জারকিন চুরির অভিযোগে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় ১৫ বছর বয়সের এক কিশোরকে পৈশাচিক কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফ আলী লাল (৫৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেফেতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ ওই ব্যবসায়ীকে তার মিশন মোড়ের বাসা থেকে গ্রেফতার করে। লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরও তিন-চারজন বার বার ওই কিশোরকে মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং পা দিয়ে মাথা, মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেননি। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
ওসি মাহফুজ আলম জানান, ‘ঘটনার প্রেক্ষিতে কেউ অভিযোগ না করলেও ভাইরাল হওয়া ভিডিওর প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।’
এআই//
আরও পড়ুন