ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অতিরিক্ত দামে অক্সিজেন বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ১০ জুন ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় অক্সিজেনের সিলিন্ডারের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগে ৩ দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । 

আজ বুধবার দুপুরে নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় র‌্যাব ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাঈদ।

এ সময় ওই এলাকার বোসরা অক্সিজেন এণ্ড গ্যাসেস, মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ ও স্কাই অক্সিজেন এণ্ড গ্যাসেস নামের ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতি সিলিন্ডারে সর্বোচ্চ ১০ হাজার টাকা বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 

নির্বাহী মজিষ্ট্রেট মো. আবু সাঈদ জানান, ‘করোনার সংক্রমণে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। এছাড়া আসন্ন বাজট ঘোষণার আগেই এই চাহিদা মাথায় রেখে অক্সিজেনের অতিরিক্ত দাম রাখা হচ্ছে বলে আমরা গ্রাহকদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।’

এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজমুজ্জামান,  র‌্যাব সিপিসি-২ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি