ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ডিসির খাদ্য ও অর্থ সহায়তা 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ১০ জুন ২০২০

নাটোরের বড়াইগ্রামের একশ দরিদ্র খ্রিস্টান পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বুধবার সকালে উপজেলার বনপাড়া ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ প্রধান অতিথি হিসেবে এ উপহার তুলে দেন খ্রিস্টান পরিবারের প্রতিনিধিদের হাতে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু ও অন্যান্য সুধীজন। করোনা পরিস্থিতির কারণে অসহায় হয়ে পড়া দরিদ্র পরিবারগুলোকে নির্বাচন করে এ সহায়তা প্রদান করে জেলা প্রশাসন। সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল ও নগদ ২শত টাকা।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি