ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু

এম হেদায়েত,সীতাকুণ্ড 

প্রকাশিত : ২০:৪৬, ১০ জুন ২০২০

সীতাকুণ্ড উপজেলায় বজ্রপাতে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। আজ (১০ জুন) বুধবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের কালাম মেম্বারের বাড়িতে এই ঘটনাটি ঘটে। মারা যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় উপজেলার মহানগর গ্রামের কৃষক মো. মাসুদের তিনটি গরু বাড়ির পাশে জমিতে ঘাস খাচ্ছিল। ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই তিনটি গরু মারা যায়।

ক্ষতিগ্রস্ত মাসুদ জানান, আমি একজন গরীব কৃষক। গরু তিনটি আমার শেষ সম্বল ছিল। বজ্রপাতে একসাথে তিনটি গরু মারা যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। মারা যাওয়া তিন গরুর মধ্যে ৩টিই গাভী, দুইটার বাচ্ছা আছে। দুইটি গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলতো। এদিকে এক সাথে তিনটি গরু মারা যাওয়ায় কৃষক মাসুদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি