ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় জাহাজে চীনা নাগরিকের মৃত্যু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩০, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

মোংলা বন্দরে আগত একটি বিদেশি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ফ্যান হংজি (৪৩) নামের ওই চীনা বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে তার শরীরে করোনার কোন উপসর্গ ছিলনা বলে দাবি করেন তিনি। দীর্ঘ সাতমাস ফ্যান হংজি জাহাজে কর্মরত ছিলেন।    

সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জ্বালানী গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার বিকেলে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করে। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে বলে বন্দরের হারবার বিভাগ জানায়। 

বন্দরে আসা বিদেশি ওই জাহাজটির শিপিং এজেন্ট মের্সাস ইউনি গ্লোবালের এজিএম (সহকারী ব্যবস্থাপক) সৈয়দ মামুনুল ইসলাম বলেন, ‘মারা যাওয়া ওই চীনা নাগরিকের মরদেহ ডাক্তারি পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হবে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি