ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আক্রান্ত বেড়ে ১৩৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ১১ জুন ২০২০

চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮৪ জন এবং মারা গেছেন একজন। 

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত তিনজনই নারী। এর মধ্যে জীবননগর উপজেলার দু’জন, অপরজন চুয়াডাঙ্গা সদরের। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন। 

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৪৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ৪০ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে একজনের। 

আলমডাঙ্গায় আক্রান্ত ৩৯ জনের মধ্যে সুস্থ ২৪ জন, দামুড়হুদায় ৩৭ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৬ জন বেঁচে ফিরেছেন। আর জীবননগর উপজেলায় করোনার শিকার ১২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি