ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নলছিটিতে এক হাজার দরিদ্র পেল খাদ্য ও সুরক্ষা সামগ্রী 

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৫৯, ১১ জুন ২০২০

চলমান করোনা সংকটাবস্থায় অসহায় হয়ে পড়া ঝালকাঠির নলছিটি পৌরসভার এক হাজার হত দরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী এসব সামগ্রী তাদের হাতে তুলে দেন। এতে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি আলু ও একটি করে মাস্ক। 

এ সময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম ও পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি