ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ১১ জুন ২০২০

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় সোনিয়া খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোনিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, সোনিয়া স্কুলের মেধাবী ছাত্রী হওয়া সত্ত্বেও এবারের এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। এতে ক্ষোভ ও অভিমানে আজ ভোররাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঘরে তার মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়। 

তবে এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি