ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে করোনায় আরও ৭ জন আক্রান্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ১১ জুন ২০২০

নাটোরে নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার মধ্যরাতে দু’দফায় রামেক করোনা ল্যাব ও সাভারের একটি ল্যাব থেকে এই ৭ জনের করোনা পজেটিভ জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন বাগাতিপাড়া উপজেলার, ২ জন সদর হাসপাতালের ও একজন গুরুদাসপুর উপজেলার। 

নতুন করে ৭ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আক্রান্তরা নমুনা দিয়ে নিজ নিজ কর্মস্থলে চলে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করতে সময় লাগছে। ইতিমধ্যে কয়েকজন এলাকায় ফিরে আসছেন বলে জানিয়েছেন। তাদের কয়েকজনের বাড়ি লকডাউন করে হোম আইসোলেমনে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, নতুন  করে আক্রান্ত এই ৭ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৭৬ জন। এর মধ্যে ৯ জুন পর্যন্ত ৪০ জন সুস্থ হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি