ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩১, ১১ জুন ২০২০ | আপডেট: ১৬:৩৪, ১১ জুন ২০২০

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুরে রাতভর কবিরাজ দিয়ে ঝাড় ফুঁ দেওয়ার পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রেজিয়া পারভিন (২৬) এলাকার ছাদ্দাম হোসেনের স্ত্রী। তার লাশ ঘরে গলায় রশির সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়,২ সন্তানের জননী রেজিনা পারভিন বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতাসহ নানা রোগে ভুগছিল। স্বামী ও পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসা না করিয়ে বিষয়টিকে ভুতে ধরেছে মনে করে কবিরাজী চিকিৎসা করিয়ে আসছে। এমন অবস্থায় বুধবার সন্ধ্যায় পাশের চৌবাড়িয়া গ্রামের কামাল কবিরাজকে ডেকে এনে রেজিয়ার দেহের কথিত ভুত ছাড়াতে রাতভর ঝাড়-ফুঁ সহ নানা রকম চিকিৎসা দেয়। 

এরপর বৃহস্পতিবার সকালে ঘরের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। 

এব্যাপারে এনায়েতপুর থানার ওসি তদন্ত কেএম রাকিবুল হুদা জানান,মৃত্যু ঘটনা রহস্যজনক। তাই মৃত্যুর কারণ জানতে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি