ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১১ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ১১ জুন ২০২০

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ।

তিনি জানান,গত সাতদিনে আইজিপির নির্দেশে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গত সাতদিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। তাদের চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইল, তারাব ও ভুলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আটকদের মধ্যে বৃহস্পতিবার সাইনবোর্ড থেকে চাঁদাবাজ নানু মিয়াকে (৩০) আটক করা হয়। তিনি শনির আখড়ার নুরুল ইসলামের ছেলে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি