ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আত্রাইয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সেলিম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যবসায়ী রাজশাহী শিবগঞ্জ উপজেলার দাদনগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সেলিম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে ওইদিন বিকেলে নওগাঁ জেল হাজতে প্রেরণ হয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক সেলিম মোটরসাইকেল যোগে ফেন্সিডিল পাচার করছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করার পর নিকটে একটি ব্যাগে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার মোটরসাইকেল জব্দ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি