ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় আরও ২৭ জন আক্রান্ত, মৃত্যু ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১০, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় নতুন করে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্ত হয়েছে ১৬৩০ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৭ জন, আদর্শ সদরে ৫ জন, বুড়িচংয়ে ১ জন ও চৌদ্দগ্রামে ১৪ জন। আজ ২ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৪৮ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৬৩০ জন আর মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৬৩০ জনের মধ্যে আজকের ৪ জনসহ ২৭৫ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩০৪ জন, দেবীদ্বারে ১৯২ জন, মুরাদনগরে ১৭০ জন, চান্দিনায় ১৩৬ জন, লাকসামে ১০৩ জন, চৌদ্দগ্রামে ১৪৭ জন, বুড়িচংয়ে ১০৬ জন, নাঙ্গলকোটে ৭৮ জন, আদর্শ সদরে ৭৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন, সদর দক্ষিণে ৩৩ জন, তিতাসে ৩৯ জন, ব্রাহ্মনপাড়ায় ৩৩ জন, বরুড়ায় ৩৮ জন, মনোহরগঞ্জে ৩০ জন, হোমনায় ২৬ জন, মেঘনায় ২৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ১৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ১৬৩০ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১৩,৩৬৬ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১১,২৫৭ জনের। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি