বগুড়ায় একদিনেই আক্রান্ত ৯৮ জন
প্রকাশিত : ০৮:৫০, ১২ জুন ২০২০
বগুড়ায় নতুন করে ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৩৫ জনে। যা উত্তরবঙ্গের কোন জেলায় সর্বোচ্চ আক্রান্ত।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ততদের মধ্যে সদরে ৫৬, সারিয়াকান্দিতে ২২, আদমদীঘিতে ৫, কাহালুতে ৪, শিবগঞ্জে ৪, শাজাহানপুরে ২, গাবতলীতে ২, ধুনটে ২ এবং শেরপুরে একজন। এর মধ্যে পুরুষ ৫৮, নারী ৩০ ও শিশু ১০ জন।
সদরের সবচেয়ে আক্রান্ত এলাকা জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, মালতীনগর, নারুলী ও গোকুল।
বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো ১৮৮ জনের নমুনায় ৬৫ জন এবং টিএমএসএসে ৭০ জনের নমুনায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
জেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন। প্রাণ গেছে ১১ জনের। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩৯ জন।
এআই//
আরও পড়ুন