ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেফতার 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ১২ জুন ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য গোলাম কিবরিয়া তারিককে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ সোলোমবাড়ীয়া ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ‘বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি