ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চিকিৎসা না পেয়ে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২১, ১২ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুকুর আলী (২৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার বজরাপুর রেলগেট গ্রামের ওই আব্দুল খালেকের ছেলে। 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজিপুর জেলার কাপাশিয়ায় কাজ করতেন শুকুর আলী। 

মৃতের ভাই শাহাদত আলী বলেন, ‘তিনদিন আগে গাজীপুর থেকে বাড়িতে আসার পর তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে তাকে নেয়া হয়। ভেন্টিলেশন নেই, এমন কথা বলে তাকে সদর উপজেলার বাগবাটি কোভিড হাসপাতালে যেতে পরামর্শ দেয়া হয়। সেখানে গেলেও ভর্তি না করে কোভিড-১৯ পরীক্ষার সনদ চাওয়া হয়। এরপর আমরা দু’জনে সরাসরি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে যাই। সেখানে গিয়ে করোনার পরীক্ষা করতে পারিনি। অবশেষে রাতে বিনা চিকিৎসায় মারা যায় আমার ছোট ভাই।’

এদিকে, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘মৃত শুকর আলীর যে করোনার উপসর্গ ছিল, সকালে তিনি হাসপাতালে আসলেও প্রকাশ করেননি।’

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম রাত সাড়ে ১০টায় জানান, ‘মারা যাবার পর জানা গেছে যে তার শরীরে করোনার উপসর্গ ছিল। তিনি যে করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে ফিরেছেন, বিষয়টি আমরা অবহিত নই।’

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান জানান, ‘আপাতত বাড়িটি লকডাউনসহ যারা সংস্পর্শে এসেছে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।’   

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি