ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৮, ১২ জুন ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে সজিব হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সজিব উপজেলার খোরদো গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও পানি কাউরিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, ‘সজিব থাকতো পানি কাউরিয়া গ্রামে তার নানা ছলেমান গাজীর বাড়িতে। সেখান থেকে পড়াশোনা করতো। শুক্রবার সকালে তার ৩ মামাকে সাথে নিয়ে পানি কাউরিয়া মাঠে যায়। সেখান থেকে তিল নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত সজিবকে দ্রুত কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’ 

তবে, সাথে থাকা তার ৩ মামার কোন ক্ষতি হয়নি। এদিকে সজিবের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি