ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

হার্ডলাইনে রাজশাহী প্রশাসন

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৩, ১২ জুন ২০২০ | আপডেট: ১৫:০৩, ১২ জুন ২০২০

দেখতে দেখতেই রাজশাহী অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ গেছে আরও দুইজনের। অপর দুই জেলায় এদিনে কোনো শনাক্ত হয়নি। এছাড়া সুস্থ হয়েছেন আরও ২৫ জন। 

আজ শুক্রবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানান। 

তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে বগুড়ার ৭৬, সিরাজগঞ্জে ১, পাবনায় ১৬, রাজশাহীতে ১২, নাটোরে ২ ও চাঁপাইনবাবগঞ্জে একজন। তবে বিভাগের অপর দুই জেলা জয়পুরহাট ও নওগাঁয় গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হয়নি।’

ডা. গোপেন্দ্র জানান, ‘রাজশাহী বিভাগে এ পর্যন্ত দুই হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় এক হাজার ১০৯ জন। এছাড়াও রাজশাহীতে ১১৬, চাঁপাইনবাবগঞ্জে ৭৯, নওগাঁয় ১৬৩, নাটোরে ৭৮, জয়পুরহাটে ২১৪, সিরাজগঞ্জে ১৬৩ ও পাবনায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাবনা ও সিরাগঞ্জে একজন করে করোনাক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। তবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এর মধ্যে রাজশাহীতে ৩, নওগাঁয় ৩, নাটোরে ১, বগুড়ায় ১১, সিরাজগঞ্জে ৩ ও পাবনায় পাঁচজন।’

অপরদিকে, গত একদিনে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ২৫ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৪৬৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জে ৪২, নওগাঁয় ১২০, নাটোরে ৩৯, জয়পুরহাট ১১৫, বগুড়ায় ৮৯, সিরাজগঞ্জ ১৬ ও পাবনায় ১০ জন।

রাজশাহী বিভাগে চারটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে তিনটি ও বেসরকারি একটি। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি সরকারি। বেসরকারি ল্যাব বগুড়ায়। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। তার সঙ্গে করোনা সংক্রমনের সংখ্যাও বাড়ছে বলে জানান ডা. গোপেন্দ্র নাথ। 

সংক্রমণের শীর্ষে রাজশাহী নগরী

এদিকে, রাজশাহী জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা, যার সবচেয়ে বেশি ছড়িয়েছে শহরেই। রাজশাহীতে এ পর্যন্ত আক্রান্ত ১১৬ জনে দাঁড়িয়েছে। আর বিভাগীয় শহরটিতে এ পর্যন্ত ৩৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। শুক্রবার সকালে এক প্রতিবেদনে তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক। 

তিনি জানান, ‘বৃহস্পতিবার (১১ জুন) রাত পর্যন্ত রাজশাহী জেলায় ১১৬ জনের শরীরে কনোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে শহরে ৩৮, বাঘায় ৯ , চারঘাটে ১২, পুঠিয়ায় ১১, দুর্গাপুরে ৪, বাগমারায় ৯, মোহনপুরে ৯, তানোরে ১৫ জন, পবায় ৮ এবং গোদাগাড়ী উপজেলায় একজন।’

এর মধ্যে প্রাণ গেছে এখন পর্যন্ত তিনজনের। এর মধ্যে নগরের একজন, অপর দু’জন বাঘা ও মোহনপুরের। এছাড়াও রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন তিনি রাজশাহী শহরে বাসিন্দা। তবে তিনি আক্রান্ত হয়েছেন নওগাঁয়।

ডা. এনামুল বলেন, ‘গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী পাওয়া যায়। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৩ জন। এর মধ্যে রাজশাহী নগরে ৫, বাঘায় ৩, চারঘাটে ২, পুঠিয়ার ৭, দুর্গাপুরের ৩, বাগমারায় ৩, মোহনপুরে ৪, তানোরে ৪ ও পবার দুইজন’।

২ বছরের শিশু করোনায় আক্রান্ত

রাজশাহীর বাগমারা উপজেলায় দুই বছরের শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। নানাবাড়িতে বেড়াতে গিয়ে শিশুটির করোনা সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিশুটির বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে। করোনা পজিটিভ হওয়া শিশুটি গাজীপুর ফেরত এক দম্পতির আত্মীয়। ধারণা করা হচ্ছে, ওই দম্পতির সংস্পর্শে এসে শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে।

শিশুটির বাবা জানান, ‘ঈদের দুদিন আগে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে ছেলেকে নানাবাড়ি নিয়ে যান তার মা। সেখানে গাজীপুর ফেরত তার ফুপা ও ফুপু অবস্থান করছিলেন। তাদের শরীরেও করোনা শনাক্ত হয় গত ৪ জুন। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পরীক্ষার জন্য ৯ জুন শিশুটির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শিশুটির করোনা পজিটিভ ধরা পড়ে। সে এখন বাড়িতেই মায়ের কাছে আছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘জেলায় শিশুদের মধ্যে করোনার সংক্রমণ চিহ্নিত এটাই  প্রথম। গত বুধবার গাজীপুর ফেরত দম্পতির সংস্পর্শে আসা আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তাদের সংস্পর্শে আসা তিনজনের শরীরে ভাইরাসটি হলো।’ 

হার্ডলাইনে রাজশাহী প্রশাসন

করোনাভাইরাস প্রতিরোধে শক্ত অবস্থানে যাচ্ছে রাজশাহী প্রশাসন। ইতোমধ্যে নির্দিষ্ট সময় যানবাহন বন্ধ করে দেয়াসহ মাস্ক পড়া এবং স্বাস্থ্যবিধি মানতে বাধ্যকরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি না মানায় ১৬৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে। 

এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক হামিদুল হক জানান, ‘মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যানবাহন চলাচল কিছুটা সীমিতকরণে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী- সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এ সময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানায় ১৬৫ জনকে জরিমানা করেছে রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৬৫টি মামলা করে এক লাখ ২৫ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।’ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি