ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে করোনায় এক নারীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ১২ জুন ২০২০ | আপডেট: ১৭:২০, ১২ জুন ২০২০

পটুয়াখালীর বাউফলে করোনায় মৃত্যু হয়েছে সালমা বেগম (৩৫) নামে একজনের। সে উপজেলার কালাইয়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। শুক্রবার সকালে বিভাগীয় শহর বরিশালের শেবাচিম আইসোলেশনে তার মুত্যু হয়। 

করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (৯ জুন) শেবাচিমে ভর্তি হলে তার নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আকতার-উ-জামান জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তার সংস্পর্শে আসা পাঁচ জনকে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি