ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে গ্রামীণ ফোনের ৩ কর্মী করোনায় শনাক্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৩ জনই গ্রামীণ ফোন কোম্পানীর কর্মী। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮১ জন। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) করোনা ল্যাব থেকে নাটোর সিভিল সার্জন আফিসকে এই তথ্য জানানো হয়েছে।
 
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, আজ (শুক্রবার) রামেক করোনা ল্যাব থেকে ৩ জনের করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়েছে। আক্রান্তরা সকলেই জেলার গুরুদাসপুর উপজেলার বাসিন্দা। চাঁচকৈড়, খলিফাপাড়া ও কাচারিপাড়া এলাকায় তাদের বাড়ি। 

রামেক থেকে পাঠানো তথ্যে আরও জানানো হয়েছে  রাজশাহীতে আজ শুক্রবার নাটোরের ২৭টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের রেজাল্ট নেগেটিভ আসে। অপর ৩ জনের পজেটিভ আসে। 

সিভিল সার্জন আরও জানান, নাটোরের নমুনাসমুহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক করোনা ল্যাব, মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব, ঢাকার ন্যাশনাল হাসপাতাল ল্যাব ও সাভার হাসপাতাল ল্যাব থেকে পরীক্ষা করানো হচ্ছে। এসব ল্যাব থেকে পরীক্ষার ফলাফল জানানো হয়। 

এদিকে নতুন করে আক্রান্ত এই তিনজনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৮১ জন। এর মধ্যে গত বুধবার (৯ জুন) পর্যন্ত ৪০ জন সুস্থ্য হয়েছেন। একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা সহ তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ও তাদের পরিবারের লোকদের সাথে যোগাযোগ করে এসব ব্যবস্থা নেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি