ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় নতুন করে ৮৪ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ১২ জুন ২০২০ | আপডেট: ২১:০৪, ১২ জুন ২০২০

কুমিল্লায় নতুন করে ৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪১ জন, মুরাদনগরে ৪ জন, লাকসামে ১১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, বুড়িচংয়ে ১ জন, নাঙ্গলকোটে ৯ জন ও বরুড়ার ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৭১৪ জন। এর মধ্যে মারা যান ৪৮ জন।  

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৪ জন। আর মৃত্যুবরণ করেন ৪৮ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে আজকের ২৩ জনসহ মোট ২৯৮ জন সুস্থ্য হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হিসাবে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৪৫ জন, দেবীদ্বারে ১৯২ জন, মুরাদনগরে ১৭৪ জন, চান্দিনায় ১৩৬ জন, লাকসামে ১১৪ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, বুড়িচংয়ে ১০৭ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, আদর্শ সদরে ৭৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন, সদর দক্ষিণে ৩৩ জন, তিতাসে ৩৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, বরুড়ায় ৪৩ জন, মনোহরগঞ্জে ৩০ জন, হোমনায় ২৬ জন, মেঘনায় ২৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ১৩ জন। 
    
কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৫৮৮ জনের। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি