ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নতুন করে নার্সসহ করোনায় শনাক্ত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৭, ১২ জুন ২০২০

চুয়াডাঙ্গায় নতুন করে এক নার্সসহ তিনজন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তের নিয়ে জেলায় করোনা পজেটিভের সংখ্যা ১৪০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন একজন। 

শুক্রবার (১২ জুন) রাতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৭টির রিপোর্ট সিভিল সার্জন অফিসে পৌঁচ্ছায়। তার মধ্যে ১ জন নার্সসহ ৩ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। শনাক্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন নারী সদস্য ও ১ জন পুরুষ সদস্য। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের এক নার্স রয়েছেন। 

জানা যায়, তাদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জনকে হোম আইসোলেশনে ও নার্স সদস্যকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি