ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ৩টি ওয়ার্ড রেড জোন ঘোষণা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৯, ১৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনার হটস্পট গাজীপুরে সংক্রমণ মোকাবিলায় কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৭টি গ্রামকে ‘গ্রিন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়।

‘রেড জোন’ এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গতরাত ১২টা থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

সিভিল সার্জন অফিসের হিসাব মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত বেড়ে ২ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৯ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি