ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে কবুতরের খোপে ঢিল ছোড়াকে কেন্দ্র করে যুবক খুন

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১৩, ১৩ জুন ২০২০

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় কবুতরের খোপে ঢিল ছোড়াকে কেন্দ্র করে মামুন (২৮) নামের এক দিন মজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে রুপাতলীর ভাসানী সড়কের রাঢ়ী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মামুন পটুয়াখালী জেলার ছোট বিঘা এলাকার সোবাহান মাতুব্বরের ছেলে। নগরীর ২৫ নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস থাকতেন ওই যুবক। 

এ ঘটনায় হত্যাকারী রাব্বী (৩০) কে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। আটককৃত রাব্বী ওই এলাকার রাশেদ মৃধার ছেলে।

স্থানীয়রা জানায়, রাব্বীর কবুতর খোপে প্রতিদিন রাতে কে বা কারা ঢিল ছোড়ে। যার দোষ দিন মজুর মামুনের উপর পড়ে। শুক্রবার এ ঘটনা নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে শের-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি