উল্লাপাড়ায় উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
প্রকাশিত : ১৩:১৫, ১৩ জুন ২০২০
সিরাজগঞ্জের উল্লাপাড়ার কাওয়াক হাসপাতাল পাড়ায় করোনার উপসর্গ নিয়ে নূর মোহাম্মদ (৫২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
তিনি মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের মৃত রইস প্রামানিকের ছেলে।
জানা যায়, বেশকিছু দিন ধরেই শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বাড়িতেই ছিলেন নূর মোহাম্মদ। আজ ভোররাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার প্রস্তুতির মহূর্তে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ আলহাজ্ব মো. আবু তাহের ফারুকী জানান, ‘সংবাদ পাওয়া মাত্রই মৃত নূর মোহাম্মদের বাড়ি গিয়েছিলাম। পরে প্রতিবেশীদের সাময়িক লকডাউন দেয়া হয়েছে। মৃতের নমুনা পরীক্ষায় যদি করোনা পজিটিভ আসে পর্যালোচনা করে বাকি সিদ্ধান্ত নেয়া হবে। দাফনের ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবী টিমকে জানানো হয়েছে।’
এআই/
আরও পড়ুন