ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে ইউএনওসহ আক্রান্ত আরও ৫৭

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৪, ১৩ জুন ২০২০

মাদারীপুরে এক উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়াল। 

নতুন আক্রান্তদের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সুমনসহ শিবচরে ১৭, সদর ১, রাজৈরে ২৩, এবং কালকিনি উপজেলায় ১৬ জন। 

জেলায় আক্রান্তদের মধ্যে সদরে ৯৭, শিবচরে ৬৪, রাজৈরে ১১৩ জন এবং কালকিনি উপজেলায় ৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৫ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি