মুজিববর্ষ উপলক্ষে ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি শুরু
প্রকাশিত : ১৬:৪৬, ১৩ জুন ২০২০
নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ১ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা বনবিভাগের উদ্যোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তালঝাড়ী মঙ্গলখাল স্লইস গেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে এলাকায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপকারভোগীরা আর্থিকভাবে উপকৃত হবেন।
ধামইরহাট বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান বলেন, ‘মুজিববর্ষকে স্মরণীয় করতে উপজেলা বনবিভাগের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ গাছের চারা রোপন করা হবে। এর ধারাবাহিকতায় মঙ্গলখাস স্লইস গেট থেকে বেলঘড়িয়া কলকলিয়া খাড়ীর দু’পাশে প্রায় ৩০ হাজার বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা হয়েছে।’
এতে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি খাড়ির দু’পাশের উপকারভোগীরা আর্থিকভাবে লাভবান হবেন। রোপনকৃত চারার মধ্যে রয়েছে বহেরা, অর্জুন, নিম, গর্জন, দেউয়া, জারুল, আকাশমনি, কদম প্রভূতি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক হারুন আল রশীদ, আব্দুল মালেক, রেজুয়ান আলম, আবু তালেব প্রমুখ।
এআই//
আরও পড়ুন