ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৭, ১৩ জুন ২০২০

নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত দম্পতি মোশারেফ সিকদার মুসা (৫৫) ও স্ত্রী শিরিনা বেগম (৪০)। 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘরে ধানের বস্তা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশারেফ সিকদার। এ সময় স্ত্রী শিরিনা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরে বিদ্যুতের তার ছিদ্র থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

স্থানীয় ইউপি মেম্বার সজিব মোল্যা বলেন, ‘ধানের বস্তা মাথায় উঠাতে গিয়ে শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি