ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৭, ১৩ জুন ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন এবং উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১২ জুন) সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় কাহালু উপজেলার নাইম (১৪), বিকেলে শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), দিবাগত রাত ৯টায় শিবগঞ্জের রাব্বি (৪৫), রাত ১০টায় কলোনির শামীম আহম্মেদ বুলু (৫৬) মারা যান। রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আসার পথে বিজন কুমার নিয়োগী (৫২) মারা যায়। এছাড়া শনিবার (১৩ জুন) সকালে পাবনার ইমরান নাজির (৩৬), বারোপুর এলাকার হারুন অর রশিদ (৭২) মারা যান।

ডা. শফিক আমিন আরও জানান, মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদের করোনা পজিটিভ ছিল। অন্যরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। শামীম আহম্মেদ বুলু এখানে ভর্তি ছিল, পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। 

এদিকে, শুধু মোহাম্মদ আলী হাসপাতালেই করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন বলে জানান ডা. শফিক আমিন কাজল।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। মোট আক্রান্ত ১১৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি