ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই করোনাক্রান্ত: বাড়ি লকডাউন

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৩৩, ১৩ জুন ২০২০

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে কর্মরত দুই এসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম। তারা বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। 

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, গত দুইদিন আগে এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তাদের। শনিবার সকালে তাদের দু'জনেরই ভাড়া বাড়িতে লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত দু'জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন। 

এর আগে ইমিগ্রেশনের একজন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত দুইদিনে বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশনের তিন পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি