ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ১৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে শনিবার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন প্রদান করা হয়।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান কামাল, জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, শেখ সাহাবুদ্দিন, মোস্তফা মোল্লা সহ আরো অনেকে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ আক্তার রিবা বলেন, বর্তমান সরকার সব শ্রেণীর নারীদের কল্যাণে বদ্ধপরিকর। দেশকে এগিয়ে নিতে নারীদের ভুমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তা বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের ভিশন হচ্ছে দেশের প্রতিটি জনপদে কোন নারীকে অবহেলায় থাকতে দেওয়া হবে না। তারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দুস্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতেও সরকারের এই প্রদক্ষেপ অব্যাহত থাকবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি