ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় মাদারীপুরে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৭, ১৪ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫২) মারা গেছেন। আজ রোববার ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘করোনায় আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ ভোররাতে মারা যান তিনি।’

এ নিয়ে মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হলো। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫০ জন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি