ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ১৪ জুন ২০২০

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কদমতলা এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল চট্টগ্রাম জেলার মিরশরাইল উপজেলার মিসরাই গ্রামের মৃত মখলেসুর রহমানের ছেলে। 

বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, ‘ঈশ্বরদী থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঢ ১৬-০৬৩৫) গড়মাটি কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেটো ট ২২-৪৫৪৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মাইক্রো চালক শরিফুল নিহত হন।’ 

মাইক্রোবাসটি ঈশ্বরদীতে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল বলেও জানান তিনি। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি