ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে আক্রান্ত বেড়ে ৩১৯ 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৫, ১৪ জুন ২০২০

টাঙ্গাইলে নতুন করে আরও ২৩ জন  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১৯ জনে।  

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩, মির্জাপুরে ১১, ঘাটাইল ১, কালিহাতীতে ৪, মধুপুরে ৩ ও নাগরপুরে একজন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত  ৮ জুন ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রোববার সকালে প্রাপ্ত ফলাফলে ২৩ জনের করোনা শনাক্ত হয়। জেলায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ৮৮ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি