ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৭, ১৪ জুন ২০২০ | আপডেট: ১৪:০৭, ১৪ জুন ২০২০

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।  

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শোভ্রতা মন্ডল (৩৩), লিজান বিশ্বাস (৬), শ্যামল মন্ডল (৩৫)। তারা সকলেই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ‘নিহত ৩ জনসহ একই পরিবারের ৬ জন প্রাইভেটকারে করে মুজিবনগর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ৩ জন আহত হন।  আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ট্রাকের ভিতর আটকে থাকা আহত ট্রাকচালক ও হেলপারকে উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি