ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ভোলায় ডাক্তার-পুলিশসহ আক্রান্ত আরও ২৬ 

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ১৪ জুন ২০২০

ভোলায় ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৩ মাসের মধ্যে ভোলায় এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 

শনিবার (১৩ জুন) রাতে এ তথ্য  নিশ্চিত করেছে ভোলা স্থাস্থ্য বিভাগ।

এর মধ্যে চরফ্যাশন ও বোরহানউদ্দিন হাসপাতালের ২ জন ডাক্তার, ভোলা সদর হাসপাতালের একজন ওর্য়াড বয়, কোস্টগার্ডের ৪ সদস্য ও তিন পুলিশসহ বোরহান উদ্দিন হাসপাতাল জামে মসজিদের ঈমাম রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১৬ জনে দাঁড়াল। 

সিভিল সার্জন অফিস জানায়, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত ২ হাজার ৬৩২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো  হয়েছে। এর মধ্যে ২ হাজার ২১৭টি প্রাপ্ত রিপোর্টে ২ হাজার ৫১ জনের নেগিটিভ ও ১১৬ জনের পজেটিভ এসেছে। 

মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন। আর রিপোর্ট এখনও আসেনি ৪১৫ জনের। দ্রুত পরীক্ষার ফল পেতে ভোলায় পিসিআর ল্যাব স্থাপরে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি