ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ১৪ জুন ২০২০

টাঙ্গাইল সদর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি পলিথিন, কাঁথা এবং চাদর মোড়ানো অবস্থায় ছিল বলে জানায় পুলিশ। 

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন,  ‘খবর পেয়ে পুলিশ মহাসড়কের সার্ভিস লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটি পলিথিন, কাঁথা  এবং চাদর মোড়ানো অবস্থায় ছিল।’  

তিনি বলেন, ‘করোনা সন্দেহে কিংবা হত্যা করে ওই ব্যক্তির লাশ এখানে ফেলে যেতে পারে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি