ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে নাসিম স্মরণে শুক্রবার দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৩, ১৪ জুন ২০২০ | আপডেট: ২০:০৫, ১৪ জুন ২০২০

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর সন্তান সাবেক স্বরাষ্ট্র-স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত ও শান্তি কামনায়  দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ জুন শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

একই সঙ্গে তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাতদিনের শোক ঘোষণা ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ১৯ জুন মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিল ও আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার গৃহীত সব কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি