ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

রোববার রাতে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর উদ্দিন রাশেদ।

তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গত ৮ জুন থেকে তার জ্বর দেখা দেয়। পরে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষা দেওয়া হলে রোববার রাতে পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আসে। তিনি এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

করেনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর উদ্দিন রাশেদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি