ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরকে রেড জোন ঘোষণা, আক্রান্ত আরও ৯০

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৬, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে গাজীপুরে। ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, তা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনও নির্দেশনা আসেনি। 

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, ‘গতকাল গাজীপুর জেলাকে করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১১ জনের নমুনা পরীক্ষা করায় নতুন করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত সিটি কর্পোরশন এলাকায় ১ হাজার ৩৮০ জন। আক্রান্তদের মধ্যে পোশাককর্মী, চিকিৎসক, নার্স, পুলিশ সদস্যও রয়েছে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি