ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৮, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসক আনজুমান আরা এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘রোববার রাতে এমপি মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নড়াইল শহরের বাড়িতেই তার চিকিৎসা চলছে।’
 
এদিকে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, ‘নড়াইল ও লোহাগড়া হাসপাতালের ৮ চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ মোট ৬১ জন করোনাক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে দুইজনের। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি