ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২১, ১৫ জুন ২০২০

নওগাঁয় পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক রাখাল যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে সীমান্তের ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

নিহত সুভাস রায় উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের অভ্যন্তরে ৮/১০ জন রাখাল গরু নিতে যায়। আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এছাড়া তার সহযোগীরা কে, কোথায় আছে তা জানার চেষ্টা চলছে।

১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, ‘প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এছাড়া আরও কেউ আহত হয়েছে কী-না তা খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি