ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা উপসর্গে নোয়াখালীতে আ’লীগের নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ১৫ জুন ২০২০ | আপডেট: ১৫:২০, ১৫ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন (৪৫) মারা গেছেন। আজ সোমবার দুপুর ১২টায় নোয়াখালী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রতন নরোত্তমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাদুল্লাপুর গ্রামের নুরুল হকের ছেলে।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘গত ১২ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এখনও ওই রিপোর্ট পাওয়া যায়নি। গতকাল রাতে ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পনের দিন যাবত তিনি তীব্র জ্বর ও শ্বাসকষ্টে ভূগছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান।’

এদিকে সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছেরের স্বাক্ষরিত এক শোকবার্তায় মন্ত্রী ওবায়দুল কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি