ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে মালবাহী ট্রাক উল্টে দম্পতির মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১৫ জুন ২০২০

নিহত দম্পতির লাশ

নিহত দম্পতির লাশ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে ধানের তুষ বোঝাই একটি ট্রাক উল্টে অটোভ্যানের ওপর পড়লে তাতে চাপা পড়ে আব্দুল ওহাব শেখ (৩০) ও স্বর্ণা খাতুন (২৩) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। এসময় তাদের ৫ বছর বয়সী শিশু কন্যা উম্মে হাবিবা আহত হয়। সোমবার (১৫ জুন) দুপুরে বনপাড়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

নিহত ওহাব শেখ বনপাড়া পৌরসভার গুনাইহাটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চকনুর গ্রামে। আহত শিশু উম্মে হাবিবাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধানের তুষ বোঝাই ট্রাকটি নাটোর থেকে পাবনার দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি বনপাড়া বাজারের নতুন বাজার ব্রীজ এলাকার সড়কের গর্তে পড়ে উল্টে গিয়ে যাত্রীবাহী অটো ভ্যানের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। 

এদিকে, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও আনোয়ার পারভেজ ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি