ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে আরও ২৯ জনের করোনা শনাক্ত 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৯, ১৫ জুন ২০২০

সিরাজগঞ্জে নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১২ জনে দাঁড়িয়েছে। 

আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মো. হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে বেলকুচি উপজেলায় ২৪ ও উল্লাপাড়া উপজেলায় ৫ জন। 

সিভিল সার্জন জানান, ‘সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এতে ৬৫ জনের নেগেটিভ আসলেও ২৯ জনের পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন। আর মৃত্যু হয়েছে ৩ জনের।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি