ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অধিক নমুনা সংগ্রহ ও আইসিইউ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৩, ১৫ জুন ২০২০

বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি, এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত ও সকল হাসপাতালে আলাদা করোনা ইউনিট চালুসহ শেবাচিমে ১শ আইসিইউ বেড চালুর দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে। 

আজ সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। 

এ সময় সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘একজন রোগী করোনার পরীক্ষা করাতে চাইলে এক সপ্তাহ পর তাকে তারিখ দেয়া হয়। এতে করে সমস্যা তৈরি হচ্ছে আরো ব্যাপক আকারে। এর থেকে সমাধানের জন্য বাাড়িতে গিয়ে স্যাম্পল কালেকশন এবং বুথ তৈরির ব্যবস্থা করতে হবে।’

পাশাপাশি সরকারি এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা ও শের-ই বাংলা মেডিকেলে একশ আইসিইউ বেড চালুরও দাবি জানান তিনি।

এআই//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি